সিলেট জেলায় কি আছে?

সিলেট জেলা হচ্ছে বাংলাদেশের ৬৪ জেলার মধ্যে একটি জেলা। এই জেলা সিলেট বিভাগের মধ্যে পড়েছে। সিলেট জেলাকে বাংলাদেশের লন্ডন বলা হয়। কারন সিলেট জেলার বেশীরভাগ মানুষ ইউরোপ প্রবাসি। এছাড়া পর্যটন এলাকা হিসেবেও সিলেটের নাম রয়েছে। সিলেট বিভাগে রয়েছে অনেক গুলো পর্যটন স্পট। আমরা আজকে এসব বিষয় নিয়ে আলোচনা করবো। আশা করি আপনি পুরো পোস্টেই আমাদের সাথে থাকবেন।

সিলেট জেলায় কয়টি উপজেলা?

সিলেট জেলায় মোট ১৩টি উপজেলা রয়েছে। উপজেলাগুলো হলঃ

  1. ওসমানীনগর
  2. বালাগঞ্জ
  3. বিয়ানীবাজার
  4. বিশ্বনাথ
  5. কোম্পানীগঞ্জ
  6. ফেঞ্চুগঞ্জ
  7. গোলাপগঞ্জ
  8. গোয়াইনঘাট
  9. জৈন্তাপুর
  10. কানাইঘাট
  11. সিলেট সদর
  12. জকিগঞ্জ
  13. দক্ষিণ সুরমা

সিলেট জেলার বৃহত্তম উপজেলা কোনটি?

সিলেট জেলায় আয়তনের দিক থেকে বড় উপজেলা হচ্ছে গোলাপগঞ্জ উপজেলা। গোলাপগঞ্জ উপজেলার আয়তন: ২৭৮.৩৪ বর্গ কিমি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *