এবার বাগেরহাটে স্বামী পরি’ত্যক্তা এক নারীকে দলবদ্ধ ধ’র্ষণের অভিযোগ উঠেছে। গতকাল রবিবার ২৪ জুলাই সদর উপজেলার বড়বাঁশবাড়িয়া এলাকায় এ ঘটনা ঘটে।
এদিকে জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন ওই নারী বলেন, রাত ১২টার পরে প্র’কৃতির ডাকে সাড়া দিতে বাইরে বের হই। এসময় গ্রামের সাইফুল ইসলাম (২৫), রাব্বি হাওলাদার (২২), জাহিদুল হাওলাদার (৩৫), সজীব হাওলাদার (২৫) ও রিয়াজ হাওলাদার (২৩) জা’পটে ধরে বাড়ির পাশের বাগানে নিয়ে পা’লাক্র’মে ধ’র্ষণ করেন।
তিনি আরও বলেন, সাইফুল ইসলামসহ অন্যরা এলাকার চিহ্নিত মা’দক কারবারি। তারা এলাকায় নানা অপ’রাধে জড়িত।
এ বিষয়ে বাগেরহাট জেলা পুলিশের মিডিয়া সেলের প্রধান পরিদর্শক আশরাফুল ইসলাম বলেন, ধ’র্ষণের শিকার ওই নারীর ডাক্তারি পরীক্ষা ও মামলা দায়েরের প্রস্তুতি চলছে। অভি’যুক্তদের গ্রে’প্তারে অভিযান শুরু হয়েছে।