টেকনাফ থানার বরখাস্তকৃত ওসি প্রদীপ কুমার দাশ এবং তার স্ত্রী চুমকির বিরুদ্ধে অ’বৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুদকের করা মামলার রায় ঘোষণার কথা রয়েছে আজ বুধবার (২৭ জুলাই)।
চট্টগ্রামের বিভাগীয় স্পেশাল জজ মুন্সি আবদুল মজিদের আদালতে রায় ঘোষণার কথা রয়েছে। এর আগে ১৮ জুলাই আদালতে উপস্থিত হন প্রদীপ ও তার স্ত্রী চুমকি কারণ। দীর্ঘ যু’ক্তিতর্ক উপস্থাপন শেষে রায়ের দিন ধার্য করা হয় আজকে।
২০২০ সালের ২৩ আগস্ট এ দুইজনের বিরুদ্ধে ৪ কোটি টাকার অ’বৈধ সম্পদ অর্জন ও তথ্য গো’পনের অভিযোগে মা’মলা করে দুদক। গত বছরের ১৫ ডিসেম্বর এ মামলায় অভিযোগ গঠন করা হয়।