ছাগীর সঙ্গে দেখা করতে যাওয়ায় তার মালিকের হাতে প্রা’ণই খোয়াতে হল ছাগলকে। এমনই আজব ঘটনা ঘটেছে ভারতের বিহারে।
স্থানীয় সংবাদ মাধ্যম জানায়, বৃহস্পতিবার (১৫ জুলাই) সে রাজ্যের চৌরাসিয়া গ্রামে নেহাতই নিরীহের মতো ছাগীর কাছাকাছি পৌঁছে গিয়েছিল ছাগলটি। ছাগলকে দেখেই মেজাজ হারায় ছাগীর মালিক সিপু রাম। প্রাণে মে’রে ফেলে ছাগলটিকে।
এ ঘটনায় ছাগলের মালকিন রাধা দেবী থা’নায় অভিযোগ দায়ের করেছেন।
তিনি বলেন, পাশের বাড়ির ছাগীর কাছে গিয়েছিল আমার ছাগলটা। বিষয়টা সিপুর চোখে পড়তেই তেলেবেগুনে জ্বলে ওঠে সে। আমার পোষা ছাগলটাকে মা’রতে শুরু করে। আমি তখন খেতে ছিলাম। একজন এসে আমায় খবর দিতেই ছুটে যাই সিপুর বাড়ি। গিয়ে দেখি একটা বেত হাতে দাঁড়িয়ে সিপু।
মাটিতে লুটিয়ে পড়ে আমার পোষ্যটি। ছাগলটি ওর বাড়িতে ঢোকার জন্য আমাকে এর ফল ভোগ করতে হবে বলে হু’মকিও দেয় সিপু।
এভাবে একটা নিরীহ প্রাণীতে ‘হ’ত্যা’ করার জন্য সিপু রামের কঠোর শাস্তির দাবি তুলেছেন রাধা। পু’লিশের কাছে লিখিত অভিযোগ দায়ের করা রাধার আশা, তিনি সুবিচার পাবেন। এমন একটা সামান্য কারণের জন্য পোষ্যকে হারাতে হয়েছে বলে শোকাহত রাধা দেবী।