সুনামগঞ্জের ছাতক উপজেলায় স্বামীর ম’রদেহের পাশে বসে কাঁদতে কাঁদতেই মা’রা যান স্ত্রীও। মাত্র ৮ ঘণ্টার ব্যবধানে স্বামী-স্ত্রীর মৃ’ত্যু হয়েছে উপজেলার গোবিন্দগঞ্জ সৈদেরগাঁও ইউপিরর দশঘর গ্রামে। এ মৃ’ত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
মঙ্গলবার (২৪ আগস্ট) বিকালে তাদের নিজ বাড়িতে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে লা’শ দাফন করা হয়েছে।
মঙ্গলবার গভীর রাতে তার নিজ বাড়িতে স্বামী সিকন্দর আলী (১১৭) মা’রা যাওয়ার ৮ ঘণ্টা ব্যেবধানে মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় তার স্ত্রী আছাবি বেগম (৮৫) মৃ’ত্যুর কোলে ঢলে পড়েন।
স্থানীয় ইউপি মেম্বার মাহমুদ আলী ও শিক্ষক রেজ্জাদ আহমদ বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, মঙ্গলবার দুপুর আড়াইটায় তাদের নিজ বাড়িতে জানাজা শেষে লা’শ দাফন করা হয়েছে।
তাদের পরিবারের বরাত দিয়ে ইউপি মেম্বার মাহমুদ আলী সাংবাদিকদের জানান, হঠাৎ করে হৃ’দরোগে আক্রা’ন্ত হয়ে গভীর রাতে স্বামী সিকন্দর আলী তার নিজ বাড়িতে মা’রা যান। রাতেই স্বামীর লাশের পাশে বসে স্ত্রী কান্নাকাটি করতে করতে অজ্ঞা’ন হয়ে যান।
দীর্ঘক্ষণ পরেও তার জ্ঞান ফেরেনি। মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে তাকে নিয়ে হাসপাতালে যাওয়ার আগেই না ফেরার দেশে চলে যান। তারা সাবেক ইউপি মেম্বার লুৎফুর রহমানের বাবা-মা।