মাদ’কদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলায় জামিন পেয়ে কারামুক্ত হয়েছেন ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা পরীমনি। পরীমনি মুক্তি পাওয়ায় খুশি হয়েছেন ঢালিউডের কিংবদন্তি অভিনেতা-নির্মাতা কাজী হায়াত।
পরীমনি গ্রেফ’তার হওয়ার পর তিনিই প্রথম তার সমর্থনে আওয়াজ তুলেছিলেন। এবার পরীমনি মুক্ত হওয়ায় খুশি হয়েছেন তিনি। একইসঙ্গে পরীমনিকে বেশ কিছু পরামর্শ দিয়েছেন তিনি।
কাজী হায়াত বলেন, পরীমনিকে এখন দেখেশুনে চলাফেরা করতে হবে। আমাদের দেশ তো পুরুষশাসিত। এখানে মেয়েদের অনেক দোষত্রুটি। তাদের নিয়ে অনেক সমালোচনাও হয়। তাই অনুরোধ, দেখেশুনে পথ চলতে হবে।
তিনি বলেন, পরীমনির সঙ্গে আমার কোনো কাজ হয়নি। তবে শুনেছি মেয়েটি এমনিতে ভালো, শিল্পমনা ও প্রচণ্ড হৃদয়বান। সে খুব দানশীল। তাকে যদি ভালোভাবে গাইড করা যায় তাহলে চলচ্চিত্রও উপকৃত হবে, পরীমনির জীবনও ভালো হবে। তার এখনও অনেক দেখার বিষয় আছে।
তিনি আরও বলেন, পরীমনি যদি দেখে শুনে যদি চলতে পারে, তাহলে ওর ভবিষ্যৎ অনেক ভালো। তাকেও তার আশপাশের মানুষকে চিনতে হবে। কারা তার প্রিয়জন, আর কারা শুধুই প্রয়োজন।