ফ্রিজে রাখা মাংস আনতে গিয়ে ধ’র্ষণ চেষ্টার শিকার হয়েছেন এক কিশোরী (১৩)। যুবক করিম মন্ডল (৩৭) কিশোরীকে ধ’র্ষণ চেষ্টা চালিয়েছে বলে অভিযোগ উঠেছে এলাকায়। বিষয়টি ধামাচাপা দিতে তৎপর হয়ে উঠেছে স্থানীয় প্রভাবশালীরা। ঘটনাটি ঘটেছে নওগাঁর রাণীনগর উপজেলার বড়গাছা ইউনিয়নের মালশন গ্রামে।
ভুক্তভোগী কিশোরীর ভাই আরটিভি নিউজকে জানান, বাড়িতে আত্মীয়-স্বজন আসায় মঙ্গলবার সকালে আমার ছোট বোন ইব্রাহিমের বাড়ি আগে রেখে আসা মাংস আনতে যান। বাড়ির মালিক ইব্রাহিমের স্ত্রী বাড়ি না থাকায় মাংস না পেয়ে আমার বোন চলে আসেন।
কিছুক্ষণ পর ইব্রাহিমের বাড়ির কাজের লোক করিম মন্ডল আমার বোনকে মাংস দেয়ার কথা বলে ওই বাড়ি নিয়ে যান। এরপর আমার বোনকে ফ্রিজ থেকে মাংস বের করতে বললে বোন ফ্রিজ থেকে মাংস বের করতে থাকেন। এই সুযোগে করিম আমার বোনের শরীরের বিভিন্ন স্থানে কয়েকবার হাত দেন।
এ সময় আমার বোন করিমের হাত থেকে ছুটে পালানোর চেষ্টা করলে করিম জাপটে ধরে জোরপূর্বক ধ’র্ষণ চেষ্টা চালায়। পরে আমার বোন হাতে থাকা মাংস করিমকে ছুড়ে মে’রে পালিয়ে আসেন।
ভুক্তভোগী কিশোরীর মামা জানান, বিষয়টি ওই দিনই গ্রামের মাতব্বর প্রধানকে জানানো হয়েছে। মঙ্গলবার রাতে এ নিয়ে বসা হয়েছিল। এরপর থেকেই মাতব্বররা তালবাহানা শুরু করেছেন।
এ বিষয়ে কথা বলতে অভিযুক্ত করিম মন্ডলের বাড়ি গেলে তাকে পাওয়া যায়নি। তবে তার স্ত্রী এসব ঘটনা মিথ্যা বলে দাবি করেছেন।
রাণীনগর থা’নার ওসি শাহিন আকন্দ বলেন, এমন ঘটনা নিয়ে এখনো কেউ থা’নায় আসেনি। ভুক্তভোগীর পরিবার থেকে অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেয়া হবে। – আরটিভি নিউজ