ময়মনসিংহের ভালুকায় প্রাইভেট পড়াতে গিয়ে গৃহশিক্ষক অষ্টম শ্রেণির এক ছাত্রীকে ধ’র্ষণ করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। ধ’র্ষণের অভিযোগে ওই গৃহশিক্ষককে পু’লিশ গ্রে’ফতার করেছে।
বুধবার সন্ধ্যায় ভালুকা মডেল থা’নায় ধ’র্ষণের মা’মলা হওয়ার পর পু’লিশ অভিযান চালিয়ে গৃহশিক্ষক জালাল উদ্দীনকে (৩০) মল্লিকবাড়ী এলাকা থেকে গ্রেফতার করেছে।
মা’মলা ও পু’লিশ সূত্রে জানা যায়, মল্লিকবাড়ী পূর্বপাড়া ইসলামিয়া বালিকা মাদ্রাসার ৮ম শ্রেণির ছাত্রী তারই প্রতিবেশী মল্লিকবাড়ী গ্রামের আমজাত আলীর ছেলে জালাল উদ্দিনের বাড়িতে প্রতিদিন প্রাইভেট পড়তে যায়।
গত মঙ্গলবার ওই গৃহশিক্ষকের বাড়িতে কেউ না থাকায় ওই ছাত্রীকে জোরপূর্বক ধ’র্ষণ করে। এই কথা কাউকে না বলতে শাসায় ওই গৃহশিক্ষক। পরবর্তীতে ওই মেয়ের ব্যথা ও র’ক্তক্ষরণ শুরু হলে সে তার মাকে বিস্তারিত ঘটনা অবগত করে।
বুধবার ওই মেয়ের বাবা বাদী হয়ে ভালুকা মডেল থা’নায় জালাল উদ্দীনকে আসা’মি করে একটি ধ’র্ষণ মা’মলা করেন। পু’লিশ রাতেই অভিযান চালিয়ে অভিযুক্ত আসা’মিকে গ্রে’ফতার করে।
মাম’লার তদন্ত কর্মকর্তা এসআই বিল্লাল হোসেন জানান, মা’মলা হওয়ার পরই আমরা আসা’মিকে গ্রেফ’তার করি। বৃহস্পতিবার তাকে আদালতে প্রেরণ করা হয়। ছাত্রীর ডাক্তারি পরীক্ষার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক বিভাগে পাঠানো হয়েছে।