কুষ্টিয়ার মিরপুরে সড়ক দুর্ঘটনায় হাসান আলী (৪০) নামের এক পু’লিশ কনস্টেবল নিহত হয়েছেন। মঙ্গলবার (২১ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টায় কুষ্টিয়া-মেহেরপুর সড়কের মিরপুরের তালতলা এলাকায় এ দুর্ঘ’টনা ঘটে।
নিহত হাসান আলী মিরপুর উপজেলার কুর্শা ইউনিয়নের মাজিহাট গ্রামের শফিউদ্দিনের ছেলে। তিনি ঢাকার খিলখেত থা’নায় কনস্টেবল পদে কর্মরত ছিলেন। ২৮ দিনের ছুটিতে বাড়ি ফেরার পথে এ দুর্ঘটনার শিকার হন।
স্থানীয় সূত্রে জানা গেছে, রাস্তা সংলগ্ন মসজিদে এশার নামাজ পড়া অবস্থায় মুসল্লিরা একটি শব্দ শুনতে পান। পরে রাস্তায় আহত এক ব্যক্তিকে পড়ে থাকতে দেখে উদ্ধার করে মিরপুর উপজেলা স্বাস্থ্য
কমপ্লেক্সে নিয়ে যান। অবস্থার অবনতি হলে তাকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পাঠানো হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়। রাত ১টার দিকে মা’রা যান তিনি।
এ বিষয়ে মিরপুর থা’নার ওসি গোলাম মোস্তফা জানান, ঘটনাস্থলে পু’লিশ পাঠানো হয়েছে। তদন্তপূর্বক উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে।