ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁকে থাপ্পড়ের পর এবার ডিম নিক্ষেপ করা হয়েছে। সোমবার (২৭ সেপ্টেম্বর) আন্তর্জাতিক সংবাদ মাধ্যম জানিয়েছে, দেশটির লিয়ন শহরে এ ঘটনা ঘটে।
ওই প্রতিবেদনে আরও বলা হয়, ডিমটি প্রেসিডেন্টের কাঁধে আঘাত করলেও ভাঙেনি। লিয়নে রেস্তোরাঁ ও হোটেল বাণিজ্য মেলা পরিদর্শন করতে গিয়েছিলেন ম্যাক্রোঁ।
ফরাসি প্রেসিডেন্ট বলেছেন, ‘পরবর্তী কোনও সময়ে তিনি ওই ব্যক্তির সঙ্গে কথা বলার চেষ্টা করবেন।’
উল্লেখ্য, গত জুনে এক ব্যক্তি ম্যাক্রোঁর গালে সজোরে থাপ্পড় মারেন। দেশটির দক্ষিণাঞ্চলীয় শহর ভ্যালেন্সে শুভাকাঙ্ক্ষীদের সঙ্গে হাত মেলানোর সময় এ ঘটনা ঘটে। সেই সময় ফরাসি এই প্রেসিডেন্টকে থাপ্পড় মারার ভিডিও সোস্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়।
French President Emmanuel Macron was hit by an egg while making a visit to a restaurant trade fair in Lyon, France https://t.co/93oJrTZbnu pic.twitter.com/SqC7ofk6qA
— ANADOLU AGENCY (@anadoluagency) September 27, 2021