নাটোরের সিংড়ায় প্রতিবন্ধী মেয়ের লা’ঠির আ’ঘাতে প্রা’ণ হারালেন বাবা। বৃহস্পতিবার দুপুর ১২টায় উপজেলার শেরকোল ইউনিয়নের আগপাড়া শেরকোল গ্রামে এই ঘটনা ঘটে।
নিহ’ত ব্যক্তির নাম মো. শামসুল ইসলাম তালুকদার (৬০)। তিনি আগপাড়া শেরকোল গ্রামের মৃ’ত চাঁন তালুকদারের ছেলে। তবে ঘটনার পর থেকে মেয়ে কহিনুর বেগম পলা’তক রয়েছে।
সিংড়া থা’নার ওসি তদন্ত মো. রফিকুল ইসলাম জানান, শামসুল তালুকদার তার প্রতিবন্ধী মেয়ে কহিনুর বেগমকে পার্শবর্তী লালোর ইউনিয়নে বিয়ে দেন। সেখানে দুই বছর স্বামীর সংসার করার পর গত শুক্রবার সেই মেয়ের পারিবারিক সম্মতিতে বিবাহ বিচ্ছেদ হয়। কিন্তু প্রতিবন্ধী মেয়ে আবারও তার স্বামীর বাড়িতে ফিরে যেতে চাইলে তার বাবা নিষেধ করেন। এতে ক্ষি’প্ত হয়ে মেয়ে কহিনুর বেগম বাঁশের লাঠি দিয়ে বাবার মাথায় আ’ঘাত করলে ঘটনাস্থলেই তার মৃ’ত্যু হয়।
পরিদর্শক (তদন্ত) আরও জানান, মেয়েটি বাক ও শ্রবণ প্রতিবন্ধী। সে কথা বলতে পারে না এবং কানেও শোনে না। তবে তাকে আট’কের চেষ্টা করা হচ্ছে।