কুড়িগ্রামের রাজারহাটে রোববার(৩১অক্টোবর) সন্ধ্যায় ঠাকুর দাদার লা’শ সমাধির দিয়ে এসে বাড়ীর বিদ্যুতের তারে স্পৃষ্ট হয়ে নাতির মর্মা’ন্তিক মৃ’ত্যু হয়েছে।
একই বাড়ীতে মাত্র ৪ ঘন্টার ব্যবধানে মৃ’ত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে পড়েছে।
এলাকাবাসীরা জানান, রোববার (৩১অক্টোবর) বিকালে উপজেলার বিদ্যানন্দ ইউনিয়নের মন্দির মৌজার বানেরকুটি গ্রামের বীজ ব্যবসায়ী শতবর্ষী হরকান্ত মহন্ত মা’রা যায়। ওইদিন সন্ধ্যায় লা’শের সমাধি দেয়ার পর রাত সাড়ে ৮ টার দিকে তার নাতি রনবীর রায় রাহুল (২১) বাড়ীতে বিদ্যুতের লাইন সংযোগ দিতে গিয়ে স্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মা’রা যায়।
রনবীর রায় রাহুল রনজিত রায়ের পুত্র। বিষয়টি ওই ইউনিয়নের চেয়ারম্যান তাইজুল ইসলাম নিশ্চিত করেছেন।