ভারতে এক গাড়িচালককে মারধর করার অভিযোগে এক তরুণীর বিরুদ্ধে মামলা করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের লখনৌয়ে।
আনন্দবাজার জানিয়েছে, গত শুক্রবার সন্ধ্যায় লখনৌয়ের অন্যতম ব্যস্ত এলাকা কৃষ্ণনগরে রাস্তা পার হওয়ার সময় ক্যাবচালকের সঙ্গে তর্ক হয় ওই তরুণীর। এরপর চালককে রাস্তায় এলোপাতাড়ি থাপ্পড় মারেন তিনি।
এ ঘটনার একটি ভিডিও ভাইরাল হয় নেটমাধ্যমে। এরপর ওই নারীকে গ্রেফতারের দাবিতে সরব হন নেটিজেনরা।
ভিডিওতে দেখা যাচ্ছে, ওই ক্যাবচালককে ১২-১৪টি চড় মারেন ওই তরুণী। এ সময় তাকে বলতে শোনা যায়, ‘নারীর ওপর দিয়ে গাড়ি চালাবি?’ আশপাশে অনেক পথচারী দাঁড়িয়ে দেখছিলেন। একজন অবশ্য এগিয়ে আসেন। কিন্তু তাতে কাজ হয় না। এরপর চালককে আবার থাপ্পড় মারতে শুরু করেন।
ওই চালকের অভিযোগ, ওই নারী তার দামি মোবাইলও ভেঙে দিয়েছেন।
ওই এলাকার একটি সিসিটিভিতেও ধরা পড়েছে পুরো ঘটনা। সেখানে দেখা যাচ্ছে, ওই তরুণী ঝুঁকি নিয়ে রাস্তা পার হচ্ছেন। সে সময়ই ওই ক্যাবচালক নারীকে রাস্তা পার হওয়ার সুযোগ দিয়ে দাঁড়িয়ে পড়েন। তার পরই শুরু হয় যুবতীর মারধর।
এ ঘটনায় ওই চালকের অভিযোগের ভিত্তিতে তরুণীর বিরুদ্ধে মামলা করেছে পুলিশ।
Viral Video: A Girl Continuously Beating a Man (Driver of Car) at Awadh Crossing, Lucknow, UP and allegedly Damaging his Phone inspite of him asking for Reason pic.twitter.com/mMH7BE0wu1
— Megh Updates 🚨 (@MeghUpdates) July 31, 2021