কয়েক দিন আগে র্যাবের হাতে গ্রেপ্তার হত্যাসহ ২টি মামলায় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত (আসল) আসামি সোহাগ ওরফে বড় সোহাগকে কারাগারে পাঠিয়েছে আদালত।
মঙ্গলবার (১ জানুয়ারি) দুপুরে ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-৪ এর বিচারক জেয়াসমিন আক্তারের আদালত এ আদেশ
এর আগে সকালে কাশিমপুর কারাগার থেকে নকল সোহাগ ওরফে হোসেনকে আদালতে আনা হয়। পরে র্যাবের হাতে গ্রেপ্তার হওয়া আসল সোহাগকেও আনা হয় আদালতে। এ সময় রাষ্ট্রপক্ষের আইনজীবী আব্দুল কাদের পাটোয়ারী আসল ও নকল সোহাগকে আদালতে উপস্থাপন করেন।
আদালত সোহাগ সেজে ৪ বছর কারাগারে থাকা হোসেনকে কদমতলী থানার টিটু হত্যা মামলা থেকে অব্যাহতি দেয়। এ সময় মামলার যাবজ্জীবনপ্রাপ্ত প্রকৃত আসামি সোহাগকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিচারক। একই সাথে মিথ্যা তথ্য ও প্রতারণার দায়ে নকল সোহাগসহ তার আইনজীবীর বিরুদ্ধে মামলা দায়ের করতে রাজধানীর কোতোয়ালি থানা পুলিশকে আদেশ দেয় আদালত।