ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম দ্বিতীয় বারের মতো সস্ত্রীক করোনায় আক্রান্ত হয়েছেন। মঙ্গলবার (১ ফেব্রুয়ারি) করোনা পরীক্ষা করালে ফলাফল পজিটিভ আসে বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের তথ্য কর্মকর্তা পিয়াল হাসান।
তিনি বলেন, এই মুহূর্তে মেয়রসহ তার পরিবারের অন্য সদস্যরা বাসায় থেকে চিকিৎসা নিচ্ছেন। তবে ডাক্তারের পরামর্শে প্রয়োজনে হাসপাতালে ভর্তি হবেন। মেয়র আতিকুল ইসলাম, নিজের ও পরিবারের সুস্থতার জন্য সকলের কাছে দোয়া চেয়েছেন। একই সঙ্গে সবাকেই স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানিয়েছেন।
এর আগে ২০২০ সালের শুরুর দিকে মেয়র আতিকুল ইসলাম প্রথমবার সপরিবারে করোনায় আক্রান্ত হয়েছিলেন।