ভারতের মুম্বাইয়ের শিবাজি পার্কে প্রয়াত কণ্ঠশিল্পী লতা মঙ্গেশকরকে শেষ শ্রদ্ধা জানালেন বলিউড অভিনেতা শাহরুখ খান ও ক্রিকেটার শচীন টেন্ডুলকার। খবর ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজারের।
রোববার (৬ ফেব্রুয়ারি) স্থানীয় সময় ৬টা ১২’র সময় শাহরুখ ও ৬টা ১৭’র সময় শচীন শিবাজি পার্কে পৌঁছান। পরে আনুমানিক সাতটার দিকে তার শেষ শৃদ্ধা জানান।
শচীন টেন্ডুলকার লতাকে’মা’ বলে সম্বোধন করতেন। প্রয়াত এ কণ্ঠশিল্পীর কোটি কোটি ভক্তের মধ্যে অন্যতম শচীন। এই গায়িকারও ঘনিষ্ট ছিলেন শচীন। শ্রদ্ধা জানিয়েছেন আমির খান, রনবীর কাপুরও।