দেশের জনপ্রিয় অভিনেতা মারজুক রাসেলের যেকোনো ডায়ালগ লুফে নেন নেটাগরিকরা। এমনকি তার অনেক কবিতাও পাঠকদের মনে জায়গা করে নিয়েছে। তার প্রকাশিত কবিতার বই কিনতে পাঠকদের হিড়িক পড়ে গিয়েছিল।
তাছাড়া সোশ্যাল মিডিয়াতেও বেশ সরব মারজুক রাসেল। বিভিন্ন সময় স্ট্যাটাস কিংবা ভিডিও পোস্ট করে নিজের উপস্থিতির জানান দেন তিনি। এই অভিনেতা কিছু পোস্ট দেওয়া মাত্রই নেটজনতা সেটির ওপর হুমড়ি খেয়ে পড়েন।
গত শুক্রবার ৪ ফেব্রুয়ারি ফেসবুকে একটি ভিডিও পোস্ট করেন মারজুক রাসেল। ৭ সেকেন্ডের এই ভিডিওতে দেখা যায়- হলুদ টি-শার্টের ওপর হুডি পরে আছেন তিনি। সঙ্গে সাদা কাপড়ে মোড়ানো মাথার ওপর তোয়ালে ঝুলিয়ে রেখেছেন!
সেই ভিডিওতে মারজুক রাসেলকে বলতে শোনা যায়, ‘পিরিত হইলো পিকনিক, বিবাহ হইলো রেগুলার রান্না’। ক্যাপশনেও তিনি একই কথা লিখেছেন। সেই পোস্টে নেটাগরিকরা বিভিন্ন হাস্যকর মন্তব্য করেছেন। মারজুক রাসেলের সঙ্গে সুর মিলিয়ে হাবিব রুবেল লিখেছেন- গুরু এই রেগুলার রান্নাটাই কিন্তু বেটার। কাচ্চি, পান্তা আর শান্তা! তিনে মিলেমিশে এক প্যাকেজ।
এ নিয়ে মেহেদি হাসান লিখেছেন- ‘পিকনিকের বদলে পিনিক হইলে ভালো হইতো।পিকনিক তো ত্যাল-ফ্যাল ছাড়া হয় না।’
এদিকে শুভ আহমেদ লিখেছেন- ‘পিরিত হইলো পিকনিক, বিয়ে হইলো রেগুলার রান্না, এরপর করতে হবে কান্না।’