যুক্তরাষ্ট্রে থাকা আফগান রিজার্ভের ৭০০ কোটি ডলার আনুষ্ঠানিকভাবে জব্দ করলো ওয়াশিংটন। খবর গার্ডিয়ানের।
শুক্রবার (১১ ফেব্রুয়ারি) এ সংক্রান্ত নির্বাহী আদেশ জারি করেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। জব্দকৃত অর্থের অর্ধেক নাইন ইলেভেন সন্ত্রাসী হামলায় ক্ষতিগ্রস্তদের সহায়তায় ব্যবহৃত হবে। বাকি অর্থ ব্যবহৃত হবে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানের আর্থিক সংকট মোকাবেলা।
তালেবান আফগানিস্তানের ক্ষমতায় আসার পর নিউইয়র্কের ফেডারেল রিজার্ভে জমা থাকা ওই অর্থ আটকে দেয়া হয়। জব্দ করা আফগান অর্থ নিয়ে মার্কিন আদালতে মামলা চলছে। ৯/১১ হামলায় ক্ষতিগ্রস্ত ব্যক্তিরা ওই অর্থের দাবি করে মামলাটি করেন। এ কারণে ৩৫০ কোটি মার্কিন ডলারের বেশি অর্থ যুক্তরাষ্ট্রেই রাখা হবে