রবিবার (১৩ ফেব্রুয়ারি) ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহা. শফিকুল ইসলাম স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, ডিএমপির ক্রাইম বিভাগের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (এডিসি) মো. সাইফুল আলম মুজাহিদকে অতিরিক্ত উপপুলিশ কমিশনার গোয়েন্দা লালবাগ বিভাগের কোতায়ালি জোনাল টিমে বদলি করা হয়েছে।
একই আদেশে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম বিভাগের সহকারী পুলিশ কমিশনার এস এম জহিরুল ইসলামকে সহকারী পুলিশ কমিশনার গোয়েন্দা মতিঝিল বিভাগে এবং গুলশান বিভাগের (পেট্রোল-গুলশান) সহকারী পুলিশ কমিশনার মো. ইমরান হোসেনকে সহকারী পুলিশ কমিশনার ট্রাফিক-গুলশান বিভাগের ট্রাফিক-বাড্ডা জোনে বদলি করা হয়েছে।